রিপোর্ট প্রিন্ট

টিউনটি শেয়ার করুনঃ



হেসে খেলে গ্যাবা টেস্ট জিতল অস্ট্রেলিয়া

 গ্যাবায় ১ম দিনেই পেছনে পড়ে যাওয়া ইংল্যান্ড আর ঘুরে দাঁড়াতে পারেনি। ফলে এক দিন হাতে রেখেই অ্যাশেজ সিরিজের উদ্বোধনী ম্যাচে ইংল্যান্ডকে ৯ উইকেটের বিশাল ব্যবধানে হারাল অস্ট্রেলিয়া।

 


 ব্রিসবেনের গ্যাবায় টস জিতে প্রথমে ব্যাট করতে নামে ইংল্যান্ড। অজি অধিনায়ক প্যাট কামিন্সের সম্মুখে দাঁড়াতে পারেননি ইংলিশ ব্যাটাররা। কামিন্স পাঁচটি এবং মিচেল স্টার্ক ও জশ হ্যাজলউড দুইটি উইকেট শিকার করেন। ইংল্যান্ড অলআউট হয়ে যায় মাত্র ১৪৭ রানে। সফরকারীদের পক্ষে সর্বোচ্চ ৩৯ রান করেন জস বাটলার।

 

অপরদিকে, ১ম ইনিংসেই রান পাহাড়ে ওঠে অস্ট্রেলিয়া। মার্কাস শুরুতেই সাজঘরে ফিরলেও অজিদের বড় রানের ভিত গড়ে দেন ডেভিড ওয়ার্নার ও মারনাস লাবুশানে। ১১৭ বলা হয় ৭৪ রান করে বিদায় নেন লাবুশানে। জীবন পেয়ে শতকের কল্পনা দেখা ওয়ার্নার অবশ্য আশাহত হন, ৯৪ রানে থামেন তিনি। রানবন্যার ইনিংসে অক্ষম হয়েছেন স্টিভ স্মিথ, উনি করেন ১২ রান।

মিডল অর্ডারে ওয়ানডে মেজাজে ব্যাটিং করে দেড় শতাধিক রান আদায় করেন ট্রেভিস হেড। ১৪৮ বলে ১৫২ রান করা হেডকে থামান মার্ক উড। উডের বলে বোল্ড হওয়ার আগে হেড হাঁকান ১৪টি চার ও চারটি ছক্কা। ইতি দিকে মিচেল স্টার্কের ব্যাট হতে আসে ৩৫ রান। ৪২৫ রানে অলআউট হয়ে যায় অস্ট্রেলিয়া। ১ম ইনিংসেই তারা পায় ২৭৮ রানের লিড।

 


 ২য় ইনিংসে দুই ইংলিশ ওপেনার ররি বার্নস ১৩ রান ও হাসিব হামিদ ২৭ রান করে বিদায় নেন। ৬১ রানেই দুই ওপেনারকে হারিয়ে ফেলে ইংল্যান্ড। তৃতীয় উইকেটে ১৬২ রানের জুটি গড়ে ইংল্যান্ডকে ম্যাচে ফেরানোর কল্পনা দেখিয়েছিলেন ডেভিড মালান ও জো রুট। তৃতীয় দিন শেষে ২য় ইনিংসে ইংল্যান্ডের আদায় ছিল ২ উইকেটে ২২০ রান। শতকের স্বপ্ন দেখছিলেন মালান ও রুট।

চতুর্থ দিন সকালের শুরুটা মালান ও রুটের পক্ষে কথা বলেনি। সকালে টিমের খাতায় মাত্র তিন রান যোগ হতেই নাথান লায়নের শিকার হন মালান। এ বাঁহাতি ব্যাটারকে শিকার করে টেস্টে ১৭তম ক্রিকেটার হিসেবে ৪০০ উইকেটের দেখা পান লায়ন। ১০১টি টেস্ট ম্যাচে এ মাইলফলক ছোঁয়া করলেন তিনি। মালান বিদায় নেন ১৯৫ বল ৮২ রান করে।

অধিনায়ক রুটও শতক-বঞ্চিত হন। তাকে থামান ক্যামেরন গ্রীন। ১৬৫ বলা হয় ৮৯ রান করে উইকেটরক্ষক অ্যালেক্স ক্যারির হাতে ক্যাচ দেন রুট। এরপরে আর কোনো বিশাল জুটি গড়তে পারেনি ইংল্যান্ড। তারা অলআউট হয় ২৯৩ রানে। ফলে জয়ের জন্য অস্ট্রেলিয়ার সম্মুখে টার্গেট দাঁড়ায় মাত্র ২০ রান।




চোটের কারণে দ্বিতীয় ইনিংসে ওপেনিংয়ে নামতে পারেননি ডেভিড ওয়ার্নার। মার্কাস হ্যারিসের সাথে ইনিংস উদ্বোধন করেছেন অ্যালেক্স ক্যারি। ২৩ বলা হয় ৯ রান করে ক্যারি বিদায় নেন। লাবুশানে মাঠে নামলেও তাকে কোনো বলই খেলতে হয়নি, তার আগেই ম্যাচ বিজয় নিশ্চিত করেন হ্যারিস।


৯ উইকেটের এই জয়ে পাঁচ ম্যাচের সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেল অস্ট্রেলিয়া।

 

সংক্ষিপ্ত স্কোর

ইংল্যান্ড ১৪৭/১০ (প্রথম ইনিংস)

অস্ট্রেলিয়া ৪২৫/১০ (প্রথম ইনিংস)

ইংল্যান্ড ২৯৩/১০ (দ্বিতীয় ইনিংস)
রুট ৮৯, মালান ৮২, হাসিব ২৭, বাটলার ২৩;
লায়ন ৪/৯১, গ্রীন ২/২৩, কামিন্স ২/৪১।

অস্ট্রেলিয়া ২০/১ (৫.১ ওভার)
হ্যারিস ৯*, ক্যারি ৯;
রবিনসন ১/১৩।

অস্ট্রেলিয়া ৯ উইকেটে জয়ী।

 

0/আপনার মতামত জানান