রিপোর্ট প্রিন্ট

টিউনটি শেয়ার করুনঃ



দেশের জন্য আমরা সবকিছু করতে প্রস্তুত : তাসকিন

 নিউজিল্যান্ড সফরে ক্রিকেটাররা রাষ্ট্রের জন্য সবকিছু করতে রেডি বলে জানিয়েছেন জাতীয় দলের সেলিব্রিটি পেসার তাসকিন আহমেদ। রুম কোয়ারেন্টিন কঠিন হলেও দেশের জন্য এই কঠিনকে মেনে নিতে আপত্তি নেই তার।


 

পাকিস্তান সিরিজ শেষ করেই টাইগাররা উড়াল দিয়েছে নিউজিল্যান্ডে। সেখানে আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের প্রথম চক্রের চ্যাম্পিয়নদের বিপক্ষে খেলতে হবে দ্বিতীয় চক্রের দুটি ম্যাচ।

 

পৃথিবীর বেশিরভাগ দেশে করোনাবিধি অনেকটা শিথিল করা হলেও নিউজিল্যান্ড এখনও তুলনামূলক বেশিই সতর্ক। একারণে এই সফরের আগে বাংলাদেশকে ৭ দিন রুম কোয়ারেন্টিন করতে হবে।

১০ ডিসেম্বর বাংলাদেশ সময় ভোর পাঁচটার দিকে দীর্ঘ ২৮ ঘণ্টার ভ্রমণ শেষে ক্রিকেটাররা নিউজিল্যান্ডের অকল্যান্ডে পৌঁছান। এই বার টাইগারদের কোয়ারেন্টিনের পালা। কোয়ারেন্টিন শেষে করোনা নেতিবাচক থাকা সাপেক্ষে ক্রিকেটাররা নেমে যাবেন অনুশীলনে।

তার আগে সব ক্রিকেটার সুস্থ আছেন বলা হয়ে থাকে জানান তাসকিন। তিনি বলেন, ‘আল্লাহর রহমতে ঢাকনা থেকে নিউজিল্যান্ডে এসে পৌঁছালাম। যদিও পর্যাপ্ত লম্বা ফ্লাইট ছিল। ইদানিং আমাদের কোয়ারেন্টিন পর্ব শুরু হবে। সবাই সুস্থভাবে, ভালোভাবে পৌঁছেছি।’

 


 টানা ক্রিকেটের মধ্যে থাকা ক্রিকেটাররা অত্যন্ত দিন ধরে পরিজন থেকে দূরে। সেই সাথে রয়েছে জৈব সুরক্ষা বলয়ের অবসাদ। কিন্তু রাষ্ট্রের জন্য এই কাঠিন্যকে গ্রহণ করে নিতে কোনো আপত্তি নেই তাসকিনদের।

তাসকিন বলেন, ‘৭ দিন রুম কোয়ারেন্টিন হবে। যদিও জিনিসটা কঠিন, কিন্তু নির্ভুল আছে। দেশের জন্য আমরা সবকিছু করতে প্রস্তুত। বাসনা করি সামনের দিনগুলো অনেক সুন্দর কাটবে। সবাই দোয়া করবেন আমরা যেন সুস্থ থাকি এবং নিজের সেরাটা কর্তৃক অভিনব গেম পুরস্কার দেওয়ার জন্য পারি।’

0/আপনার মতামত জানান